শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ইং         ০৯:৪১ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় কৃষকের ভাসমান লাশ উদ্বার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ফেনী নদীতে আন্জু মিয়া (৫৮)নামে   এক কৃষকের ভাসমান  লাশ উদ্বার করেছে পুলিশ। সে উপজেলার চম্পকনগর গ্রামের মৃত হেন্জু মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, আন্জু মিয়া বৃহস্পতিবার সকালে মিরসরাই  এর পূর্ব অলিনগরের আমতলীতে কাঠ কাটতে যায়। শুক্রবার সকালে স্হানীয় লোকজন ছাগলনাইয়ার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ফেনী নদীতে আন্জু মিয়ার  লাশ  দেখতে পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ  লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার মোঃ মুনিরুল ইসলাম জানান,  আন্জু মিয়ার লাশ ময়না তদন্তের জন্য  ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.