ছাগলনাইয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনু্ষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ও প্রাণিসম্পদ অধিপ্তরের উদ্যোগে শনিবার (৫ জুন) দুপুরে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা আক্তারের পরিচালনায় ও ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এম মোস্তফা, এসিল্যান্ড হোমায়রা ইসলাম, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পি, ইউপি চেয়ারম্যান ও ডেইরি খামারী এসোসিয়েশনের সভাপতি রবিউল হক চৌধুরী মাহবুব, উপজেলা জাসদের সেক্রেটারি ও ডেইরি খামারী এসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম সোহাগ প্রমূখ। বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আশরাফুজ্জামান, খামারী বেলায়েত হোসেন।