ছাগলনাইয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়েছে । বুধবার (২ জুন) দুপুরে উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্সের হলরুমে সভায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড হোমায়রা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি মোঃ শহীদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়েব ইমতিয়াজ, ডাঃ শাফীক মোহাম্মদ শাব্বীর, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুজ্জমান সুমন, সম্পাদক আউয়াল চৌধুরী, খতিব আতা উল্যাহ সিফাত,প্রধান শিক্ষক মোকসেদ আহমেদ পাটোয়ারি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ নাবিলা হক। হবে। সভায় সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষক, স্বাস্হ্যকর্মী অংশ নেয়।
আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ছাগলনাইয়া উপজেলায় ১৪৫টি কেন্দ্রে ২৬৫৫৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ -৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।