রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০১:২৪ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় অপহরণ মামলায় আসামী রুবেল গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় অপহরণ মামলায় আসামী মোঃ এনামুল হক  রুবেল(২৯) কে  গ্রেফতার করেছে পুলিশ। 

    ছাগলনাইয়াা থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই আওলাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ রবিবার  (৩০ মে)  অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামী  রুবেলকে গ্রেফতার করা হয়।সে উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের 

     মোঃ ওবায়দুল হক মেম্বার এর পুত্র। পুলিশ জানায় , গত -২২মে তারিখে রাত  ১০টার  সময় মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকা থেকে  ভিকটিম কে তার  ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে  নিয়ে যায় রুবেল । উক্ত বিষয়ে ভিকটিমের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু পূর্বক আসামীকে গ্রেফতার করে  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। ওসি মোঃ শহীদুল ইসলাম জানান,  আসামী এনামুল হক রুবেল এর  বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, দস্যুতা, খুন, মাদক সহ সর্বমোট-৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.