রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০১:৪১ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় জুয়া খেলার সময় ছাত্রলীগ নেতাসহ ২ জন আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় প্রকাশ্য স্থানে জুয়া খেলার সময়  ২ জনকে  আটক করেছে পুলিশ। ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক  তদন্ত  মাহবুবুর রহমান পিপিএম এর সহায়তায়  মঙ্গলবার (  ২৫ মে) রাত্রীকালিন ছাগলনাইয়া থানা পুলিশের  অভিযানে উত্তর মন্দিয়া ভূঁইয়া দীঘির (বড় দীঘি)  পাড়ের উপর খোলা জায়গায় জুয়া খেলার সময় দু'আসামীকে আটক করা হয়। আটকরা হলো উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের মৃত মোঃ ওয়াজি উল্যাহর পুত্র ছাত্রলীগ নেতা 

     শওকত জোবায়ের প্রকাশ  তুমুল (৩৭), একই গ্রামের মৃত  মজিবু্ল হকের পুত্র  নুর ইসলাম কোম্পানী(৫৮)।

    ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ  মোঃ শহীদুল ইসলাম জানান,  পরবর্তীতে উক্ত বিষয়ে আসামীদের 

    বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে কোর্টে সোর্পদ করা হয়।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.