রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০১:১৫ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ১৭ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ১৭ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিমের   সার্বিক দিক নির্দেশনায় শনিবার ( ২২ মে)  রাতে  ছাগলনাইয়ার  মধুগ্রাম বিওপি’র টহল কমান্ডার নায়েক সিগন্যাল মোঃ হাবিবুর   মোকমিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৭ কেজি ভারতীয় গাঁজা  জব্দ করে বিজিবি সদস্যরা।  জব্দকরা গাঁজার  মূল্য  ৫৯ হাজার ৫শত টাকা।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.