বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং         ০৪:৫০ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে চারশ পরিবারকে খাদ্য সহায়তা করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন চারশত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফেনীতে গতকাল মঙ্গলবার ত্রাণ সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

    শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা ইউনিটের সেক্রেটারী সাইফুর রহমান, কার্যকরী পরিষদের সদস্য শুসেন চন্দ্র শীল, আবুল হাশেম, সহকারী পরিচালক মো. আলাউদ্দিন পাটোয়ারী, আজীবন সদস্য, সাংবাদিক, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতি পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, চিনি, লবন ও আধাকেজি সুজি প্যাকেট করে প্রদান করা হয়েছে।

    শেষে অতিথিবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবারের হাতে প্রতিটি প্যাকেট তুলে দেন।

    জেলা ইউনিটের সেক্রেটারী সাইফুর রহমান জানান, করোনার কারণে কর্মহীন, দরিদ্র ও দৈনিক উপার্জনের ওপর নির্ভরশীল এবং নারী, শিশু ও প্রতিবন্ধী পরিবারকে অগ্রাধিকার দিয়ে জেলার প্রতিটি উপজেলায় খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

    উল্লেখ্য; জেলায় খাদ্য সহায়তা পেয়েছে ফেনী সদরে ৭০, ছাগলনাইয়ায় ৬০, পরশুরামে ৭০, ফুলগাজীতে ৬০, সোনাগাজীতে ৭০ ও দাগনভূঞায় ৭০ পরিবার।





    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.