নিষিদ্ধ রোডকফ সিরাফসহ মাদক বিক্রেতা শাহাবুদ্দিন (২৮) কে আটক করেছে র্যাব। শনিবার রাত পৌনে বারোটার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেল চালক ঐ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৪৮বোতল রোডকফ সিরাফ জব্দ করা হয়।
আটক সাহাবুদ্দিন উপজেলার নিজকুঞ্জরা গ্রামের মৃত কামাল উদ্দিনের পুত্র।
তাকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে।