রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০১:১৬ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় নিষিদ্ধ সিরাপসহ মাদক বিক্রেতা আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    নিষিদ্ধ রোডকফ সিরাফসহ মাদক বিক্রেতা শাহাবুদ্দিন (২৮) কে আটক করেছে র‌্যাব। শনিবার রাত পৌনে বারোটার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেল চালক ঐ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৪৮বোতল রোডকফ সিরাফ জব্দ করা হয়।

    আটক সাহাবুদ্দিন উপজেলার নিজকুঞ্জরা গ্রামের মৃত কামাল উদ্দিনের পুত্র।

    তাকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.