ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ক্বারি আবুল হাসানের দাপন সম্প্ন্ন হয়েছে। শনিবার (১ মে) সকাল ১০ টায় ফেনী সদর উপজেলার ইজ্জতপুরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাপন করা হয়।জানাযায় তার সহকর্মী, ছাত্র ও এলাকাবাসী অংশ নেয়। তিনি শুক্রবার রাতে ছাগলনাইয়া রাধানগর রাস্তার মাথায় মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৪ পুত্র রেখে যান।