সোনাগাজীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত চলমান লকডাউনে বেকার পরিবহন, হোটেল শ্রমিক, হরিজন, মুচি, নাপিত সহ বিভিন্ন পর্যায়ের গরিব মানুষদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাথাপিছু পাঁচ'শ টাকা করে তিন'শ লোকের মাঝো বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, উপজেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির ও চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন প্রমূখ।