ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ এপ্রিল) রাত ১১ টায় ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম।
এ সময় জগন্নাথ সোনাপুর মৌজাস্থ ফেনী নদী হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীন অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।