বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং         ০৫:০৫ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে দুস্থ প্রতিবন্ধী ও আসহায়দের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে সিভিল সার্জন অফিস ফেনীর আয়োজনে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সোমবার শতাধিক দুস্থ, প্রতিবন্ধী ও আসহায়দের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।

    ফেনীর সিভিল সার্জন ডা. এস এস আর মাসুদ রানা'র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা ফারভিন রুহি।  

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন। 

    অপর দিকে রাজাপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামেও অর্ধশতাধিক দুস্থ, প্রতিবন্ধী ও আসহায়দের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

    এছাড়া পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাগনভূঞা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.