রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০১:৩১ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় সেই ভুয়া ডাক্তার এর হাড় ভাঙ্গা চিকিৎসালয় সিলগালা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া ভুয়া ডাক্তার হাড় ভাঙ্গা চিকিৎসালয় সিলগালা করা হয়েছে। রবিবার ( ২৫ এপ্রিল)  ছাগলনাইয়া জমাদ্দার বাজারে  হাড়-ভাঙ্গা চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাড় - ভাঙ্গা চিকিৎসালয় এর ভুয়া ডাক্তার  মোতালেব আহাম্মদ ভ্রাম্যমান আদালত এর কাছে কোন  প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।  তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় দোকানটি সীলগালা করা হয়। এছাড়া প্লাস্টার করার কাজে ব্যবহৃত যাবতীয় সামগ্রী জব্দ করা হয় ও 


    অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি হোমায়রা ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. সাকিব মোহাম্মদ সাব্বির, মেডিক্যাল টেকনোলজিস্ট মাহবুব আলম, এএসআই রাশেদুল ইসলাম। গত ২৩ এপ্রিল ছাগলনাইয়া ডট কমে  ‌‌''ছাগলনাইয়া ভুয়া ডাক্তারের খপ্পরে পড়ে হাত হারাতে বসেছে মাদ্রাসা ছাত্র আজমাইন হোসেন'' এ শিরোনামে নিউজ প্রকাশিত হয়।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.