রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০৪:৩৮ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় প্রবাসি জনকল্যাণ সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় প্রবাসি জনকল্যাণ সংগঠনের উদ্যোগে ৭৫জন দরিদ্রের মাঝে  খাদ্যসামগ্রী ও নগদ ৫শত টাকা করে  বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ এপ্রিল) সন্ধ্যায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় উপন্হিত ছিলেন সংগঠনের স্হানীয় প্রতিনিধি আনোয়ার হোসেন পাটোয়ারি স্বপন, ইকবাল হাসান মজুমদার, রফিক আহাম্মদ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাউল ২০ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, চনা বুট ২ কেজি, মসুরি ডাল ১ কেজি, খেসারি ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার  ও নগদ ৫ শত টাকা। ছাগলনাইয়া প্রবাসি জনকল্যাণ সংগঠনের মোট সদস্য ৬৫ জন। স্হানীয় প্রতিনিধি ৩ জন ও উদ্যোক্তা ৭ জন।




    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.