রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০৪:২৪ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় কাল থেকে চালু হচ্ছে ২৪ ঘন্টার ফার্মেসি


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া  হাসপাতাল রোড়ে  ১ এপ্রিল থেকে চালু হচ্ছে ২৪ ঘন্টার ফার্মেসি। বিশেষ করে রাতের বেলায় কোন ফার্মেসী খোলা না থাকায় এতদিন মানুষের ভোগান্তির কোন সীমা ছিল না। ছাগলনাইয়া ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির উদ্যোগে ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্স ও থানা প্রশাসনের সহযোগীতায়  ১ এপ্রিল থেকে ২৪ ঘন্টার ফার্মেসি চালু হচ্ছে। উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন  জানান,  ছাগলনাইয়া হাসপাতাল রোড়ে ১ এপ্রিল থেকে রোটেশন অনুয়ায়ী ১ টি দোকান দিনরাত ২৪ ঘন্টা খোলা থাকবে। রোটেশন এর আওতায় দোকানের সংখ্যা ১০ টি।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.