শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ইং         ১২:৩৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৬ টি বসতঘর পুড়ে ছাই


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের মনু ভূঁইয়া পাড়া এলাকার অর্জুন শীলের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক রাত ২ টার সময় পরিকল্পিতভাবে কে বা কারা ঘরের পিছন থেকে কোন বর্জ্য পদার্থের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহানে ৬ টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে যায় ৬ টি পরিবার। ক্ষতিগ্রস্তরা হলেন স্বপ্না রানী শীল, সহদেব শীল, বাসুদেব শীল, জয়দেব শীল, নিলীমা রানী, শেপালী রানী। তাদের পরণের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।     

    স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল হক মনা জানান, উক্ত অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতির হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

    মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী বলেন, এটা পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডে ঘটনা হতে পারে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা প্রদান করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.