রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০৫:০১ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় মাস্ক ব্যবহার না করায় ২৮ জনকে জরিমানা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় মাস্ক ব্যবহার না করায় ২৮ জনকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার ( ২২ মার্চ)  দুপুরে  ছাগলনাইয়া  জমাদ্দার বাজারে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম  মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার  না করার দায়ে ২৮ জনকে  পৃথক ২৮ টি মামলায় মোট ৫হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.