রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং         ০৪:৫৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় আসামীদের ফেলে যাওয়া ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় আসামীদের ফেলে যাওয়া  ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।  ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নির্দেশে, ওসি তদন্ত  মোঃ মাহবুবুর রহমান পিপিএম এর সহায়তায় এসআই  মোঃ জাহাঙ্গীর দর্জি, এএসআই রমেন মজুমদার, এএসআই  মোঃ মনির হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ শনিবার ( ১৩ মার্চ)   বিশেষ


    অভিযান পরিচালনা কালে শুভপুর ইউপির পূর্ব জয়পুর এলাকায়   দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে  ইটের স্তুপের ভিতর ৩৫ বোতল ফেন্সিডিল রেখে  ঘটনাস্থল


    হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগীতায় উক্ত ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.