ছাগলনাইয়ায় ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ( ৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়নে অনুষ্ঠানে ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ,পৌর মেয়র এম মোস্তফা, এসিল্যন্ড হোমায়রা ইসলাম, ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী
জুয়েল, গরীর শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আবদুল হাই, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল হক, প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুজ্জমান সুমন, সেক্রেটারি আউয়াল চৌধুরী, পৌর জাতীয় পার্টির সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারি, উপজেলা জাসদের সেক্রেটারি রেজাউল করিম সোহাগ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা মোমেনা আক্তার। আলোচনা সভা শেষে চিএাংকন ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।