রবিবার, ১৯ মে ২০২৪ ইং         ০৯:২৬ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচন : কাউন্সিলর পদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলযোগের আশঙ্কা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে নানা উদ্বেগ উৎকন্ঠা! মেয়র পদে একতরফা ভোটের আশঙ্কা দেখা দিলেও কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকায় ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলযোগের আশঙ্কা কেউই উড়িয়ে দিচ্ছেনা।


    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মিরসরাই পৌরসভা নির্বাচনে বেশকয়েকটি ওয়ার্ডে বহিরাগতরা অবস্থান করতে শুরু করেছে। পৌরসভার ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে বহিরাগতরা নির্বাচনী প্রচারপ্রচারণায় অংশ নিচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারপ্রচারণায় বাধা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। তবে এখানে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার দরুন এ পদে কোন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ৩ টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৪ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নিজাম উদ্দিন অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইতিমধ্যে বহিরাগত লোকজন এনে নিজের নির্বাচনী প্রচারণার কাজে লাগাচ্ছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে।

    ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, ‘মিরসরাই পৌরসভা নির্বাচনে ৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখানে বহিরাগতদের আগমন থামাতে আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি।’


    বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম খোকন ও বিএনপি মনোনীত প্রার্থী দিদারুল আলম মিয়াজী। এখানে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচার প্রচারণা বলতে কিছু ব্যানার ও পোষ্টার চোখে পড়লেও প্রকাশ্যে গণসংযোগ করতে দেখা যায়নি। তবে পৌরসভার ৯ টি ওয়ার্ড ও সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। ধারণা করা হচ্ছে এখানকার কিছু কিছু কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা গোলযোগ সৃষ্টি করতে পারে। তবে ইতোমধ্যে নির্বাচনে সহিংসতা এড়াতে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ নিজেদের দলীয় মেয়র প্রার্থীর পক্ষে সভা ডেকে বহিরাগতদের না আনতে কাউন্সিলর প্রার্থীদের সতর্ক করে দেন। 


    জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ‘বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে আমরা ঝুঁকিপূর্ণ না বলে গুরুত্বপূর্ণ ও সাধারণ তালিকায় কেন্দ্রগুলোকে অন্তর্ভূক্ত করেছি। এখানকার ২,৩,৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড গুরুত্বপূর্ণ এবং ১,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সাধারণ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। বহিরাগতদের দমনের ব্যাপারে আমাদের অবস্থান থাকবে কঠোর।’

    এদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার বিষয়ে মিরসরাই পৌরসভা রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা থাকবে। পাশাপাশি আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই এখানে সম্পূর্ণ সুষ্ঠ ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছি আমরা।’




    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.