রবিবার, ১৯ মে ২০২৪ ইং         ০৬:৫৫ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে মুজিব বর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচে ৫-৪ গোলের ব্যবধানে বিবাহিত ফুটবল একাদশ জয়লাভ করেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএসআরএম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টার। খেলার উদ্বোধক ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন দিদার। জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি


    জাহেদুল ইসলাম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিধান কর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর হোসেন শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোপাল চন্দ্র নাথ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুট্টো, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ও যুবলীগ নেতা ফরিদ আহম্মেদ ভূঁইয়া। খেলার আয়োজন করেন আমির হোসেন, হৃদয়, জিলানী, শাহীন ও ফরিদ।


    প্রধান অতিথি রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ সময় ধরে করোনার কারণে ছেলেরা খেলাধুলা করতে পারেনি। স্কুল কলেজও বন্ধ। এতে করে তাঁরা অলস হয়ে যাচ্ছে। তাই আমি ইউনিয়নে প্রায় ৫ লাখ টাকার খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছি। কারণ যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.