ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু সিপিএল টি টেন টুর্নামেন্টে খেলোয়াড় কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হয়েছে। ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকালে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় খেলোয়াড় কলাণ সমিতি ১৭ রানে জয়ী হয়। তারা
৩ ইউকেট হারিয়ে ১০ ওভারে ১২৫ রান করে। অপরদিকে মাষ্টারপাড়া ইউথ সোসাইটি ১২৬ রানের টার্গেট নিয়ে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করে রানার্সআপ হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলুর সভাপতিত্বে ও সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহামেদ, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া ফাউন্ডেশনের সভাপতি সাইফ উদ্দিন আহামেদ, পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্হার সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদার, প্রেসক্লাব সম্পাদক আউয়াল চৌধুরী, কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, কলেজ রোড় ব্যবসায়ি সমিতির সম্পাদক বদরুজ্জোদা ভুঁঞা তারেক, ছাত্রলীগ সেক্রেটারি জিয়াউল হক দিদার প্রমূখ। এসময় খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি কফিল উদ্দিন, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, কৃতি খেলোয়াড় আবদুল বাতেন মজুমদার কোমল, নাসির উদ্দিন মেজর, শাহিন মজুমদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশিক একরাম রাব্বি।