বুধবার, ০১ জানুয়ারী ২০২৫ ইং         ১১:২৭ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ৬ করাতকলকে ৪৪হাজার জরিমানা আদায়


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ৬ করাতকল মালিককে ভ্রাম্যমান আদালতে ৪৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার চাঁদগাজী বাজারে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এ সময় লাইসেন্স ব্যতীত করাতকল স্থাপন ও কার্যক্রম পরিচালনার দায়ে ৬ টি করাতকলকে ৬ টি মামলায় মোট ৪৪ হাজার  টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় করেন  উপজেনা বন কর্মকর্তা আনোয়ার হোসেন।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.