মঙ্গলবার, ২০ মে ২০২৫ ইং         ০৭:৩৬ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সপ্তাহিক হকার্সের সম্পাদনার দায়িত্ব পেলেন তারেক মজুমদার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মরহুম নুরুল করিম মজুমদার সম্পাদিত সাপ্তাহিক হকার্স পত্রিকার সম্পাদনার দায়িত্ব পেলেন তাঁর ছেলে তারেক মজুমদার।

    মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সকালে ফেনী প্রশাসক মো: ওয়াহিদুজজামান অনুমতি পত্র হস্তান্তর করেন।

    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন, ফেনী


    প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,  সময় টিভির রিপোর্টার ও সাপ্তাহিক হকার্সের নির্বাহী সম্পাদক আতিয়ার হাওলাদার সজল, বার্তা সম্পাদক সোলায়মান হাজারী ডালিম প্রমূখ।

    সম্পাদক তারেক মজুমদার বলেন, বাবার আত্মার মাগফেরাত কামনা করছি। বাবা যেভাবে সততা ও নিষ্ঠার সাথে পত্রিকাটি প্রকাশ করেছেন সেভাবেই পত্রিকাটি প্রকাশ করার চেষ্টা থাকবে। বজায় থাকবে সত্যতা ও বস্তুনিষ্ঠতা।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.