ছাগলনাইয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ( ২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, এসিল্যান্ড হোমায়রা ইসলাম, ভাইস
চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পি, ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল হক, বীর মু্ক্তিযোদ্ধা আবু আহামদ, মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা,প্রেসক্লাব সম্পাদক আউয়াল চৌধুরী, পৌর জাতীয়পার্টি সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারি প্রমূখ। অালোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।