নোয়াখালীর সেনবাগ থেকে কুখ্যাত ২ ডাকাতকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুুলিশ। তারা হলো খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মাদ্রাসা পাড়ার মোঃ জামাল উদ্দিনের পুত্র মোঃ সিরাজুল ইসলাম(৩০), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের আবদুল কাদিরের পুত্র মোঃ জিতু মিয়া প্রকাশ কবির (২৯)। বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাহবুবুর রহমান, পিপিএম, সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ মুনিরুল ইসলাম, এএসআই শংকর সাহা, রমেন মজুমদার, নিজাম উদ্দিন, নাজমুল হাসান সহ যৌথ অভিযান পরিচালনা করে ডাকাত সিরাজুল ইসলাম ও মোঃ জিতু মিয়াকে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন কাতার মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
পুুলিশ জানায় গ্রেফতারকালীন সময়ে উক্ত ডাকাতদের নিকট হতে ছাগলনাইয়া থানার মামলা নং-১১(৭)২০২০, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এবং ছাগলনাইয়া থানার মামলা নং-১৫(১০)২০২০, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর ঘটনায় লুণ্ঠিত ১টি ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ৮ আনা ওজনের ১ জোড়া কানের দুল, ৬ আনা ওজনের ১টি গলার চেইন উদ্ধার করা হয়। এ ছাড়াও ডাকাতরা ফেনী সদর, পার্শ্ববর্তী জোরারগঞ্জ থানা, ফটিকছড়ি, খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে ডাকাতি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।