ছাগলনাইয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্যোগে সচেতনামূলক র্যালি, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ১১ফেব্রুয়ারি দুপুরে ছাগলনাইয়া সরকারি ডিগ্রি কলেজ থেকে র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সরকারি কলেজ
ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় উপস্হিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেঃ কর্ণেল সালা উদ্দিন আল মুরাদ জি, ছাগলনাইয়া সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, রেজিমেন্ট এডজুটেন্ট মেজর গোলাম সরোয়ার এসি, সেকেন্ড লেঃ মোঃ হাবীব উল্যাহ, পিইউও পেয়ার আহামদ, রহমত উল্যাহ,
টিইউও মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
র্যালিতে জেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন বিএনসিসি সদস্য অংশ নেয়। জনসাধারণকে করোনা সম্পর্কে সহচেতনা বাড়াতে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।