ছাগলনাইয়াায় ফসলী জমি হতে মাটি কাটার অপরাধে পৃথক পৃথক অভিযানে ৪ টি মামলায় ৪ ব্যক্তিকে মোট ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৫ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম এর নেতৃত্বে
ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর, রাধানগর ইউনিয়ন, ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জুরায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফসলী জমি হতে মাটি কাটার অপরাধে পৃথক পৃথক অভিযানে পৃথক ৪ টি মামলায় ৪ ব্যাক্তিকে মোট ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।