ছাগলনাইয়ায় ধর্ষণ মামলার আসামী জসিম উদ্দিন ( ২৬) কে গ্রেফতার করেছে পুুলিশ । সে উপজেলার মটুয়া গ্রামের আবুল কাসেমের পুত্র। বুধবার ১০ ফেব্রুয়ারি ছাগলনাইয়া থানার ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধর্ষন মামলার আসামী জসিম উদ্দিকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় , আসামী জসিম উদ্দিন এ মামলার ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আসামী জসিমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।