বুধবার, ০১ জানুয়ারী ২০২৫ ইং         ১০:৪৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ধর্ষণ মামলার আসামী জসিম উদ্দিন ( ২৬) কে   গ্রেফতার করেছে পুুলিশ । সে উপজেলার মটুয়া গ্রামের আবুল কাসেমের পুত্র। বুধবার ১০ ফেব্রুয়ারি ছাগলনাইয়া থানার ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধর্ষন মামলার আসামী জসিম উদ্দিকে   অভিযান পরিচালনা করে  গ্রেফতার করা হয়।  


    পুলিশ জানায় , আসামী জসিম উদ্দিন  এ মামলার ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে  ধর্ষন করে। ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আসামী জসিমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.