ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়ায় আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০১ ফ্রেবুয়যারি) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমদ চৌধুরী, অতিরিক্ত উপ-পরিচালক আবু তাহের। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারমীন আক্তার। বক্তব্য রাখেন, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার দিদারুল ইসলাম, কাজীর বাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, এ এস শাহুদুল হক বুলবুল।
রবি ২০২০/২১ মৌসুমে বেরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমলয় চাষাবাদ প্রনোদণা কর্মসূচীর আওতায় বাস্তবায়িত ব্লক প্রদর্শণী করা হয় সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এবং বালুকিয়া এলাকার ৫০ একর জমির মধ্যে। জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমছে মানুষের সংখ্যা বাড়ছে। সনতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যেও উৎপাদন বাড়ানো সসম্ভব হবেনা। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে। জেলা প্রশাসক এসময় আরো বলেন, এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবেনা। কৃষি জমির যথাযত ব্যৗবহার করতে হবে।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা এ এস শাহুদুল হক বুলবুল এর মালীকানাধীন আলোকদিয়া এগ্রো ফিসারিজ সম্বনিত খামার কেক কেটে উদ্ধোধন করা হয়।