ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর ২০২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরন উৎসব অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ২৭ জানুয়ারি) দুপুরে স্কুল মিলনায়তনে সভায় ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী - ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। সহকারি শিক্ষক জাকির হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, এসিল্যান্ড
হোমায়রা ইসলাম, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আল মোমিন, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ। এসময় উপস্হিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি আবদুল হাই মেম্বার, সহকারি শিক্ষক শফিকুর রহমান।