ছাগলনাইয়ায় পুকুরে ডুবে মারা যাওয়া ৩ বছরের শিশু মোস্তাকিনের দাফন সম্পন্ন। সোমবার রাত ১০ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়েছে। সে পশ্চিম ছাগলনাইয়া মধ্যম ব্লকের প্রবাসী মোশারফ হোসেনের ছেলে ও মোঃ ইদ্রিস মিয়ার নাতি।
ঐ বাড়ির লিটন জানান, সোমবার ২৫ জানুয়ারি দুপুরে দিকে মোস্তাকিন বাড়ির উঠোনে খেলছিল। হঠাৎ সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাদের বাড়ির পিছনে পুকুরে তল্লাশি শুরু করলে
ডুবন্ত অবস্থায় মোস্তাকিনের মরদেহ উদ্ধার করা হয়। এক ভাই এক বোনের মধ্যে মোস্তাকিন ছিল ছোট।