রংপুরের পরে ফেনী হবে জাতীয় পার্টির দ্বিতীয় দুর্গ। জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সরকারের গঠন মূলক সমালোচনা করবে। কেন্দ্রের নির্দেশনা অনুয়ায়ী ফেনী জেলা জাতীয় পার্টি পরিচালিত হচ্ছে। ফেনীতে জাতীয় পার্টির কোন গ্রুপিং ও নেই। ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও ফেনী -৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল( অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামীতে জাতীয়পার্টি সকল নির্বাচনে অংশ গ্রহণ করবে। তৃণমূলে ওয়ার্ড পর্যন্ত দলের সকল সংগঠনের কমিটি গঠন করা হবে।
শনিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মত বিনিময় সভায় উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মজুমদার লিটন, পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজিজুল হক খোকা, কেন্দ্রীয় ছাত্র সমাজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতা উল্যাহ আরিফ, উপজেলা যুব সংহতির সভাপতি মুক্তার হোসেন মজুমদার প্রমুখ।