মুজিববর্ষে ছাগলনাইয়ায় ১১২টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন। এ উপলক্ষে শনিবার সকালে সারা দেশে প্রায় ৬৭ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাগলনাইয়া উপজেলা নির্বাহি
কর্মকর্তা সাজিয়া তাহের জানান, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন -২ প্রকল্প প্রধানমন্ত্রী কার্যালয় এর অধীনে ছাগলনাইয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১১২টি
পরিবারকে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ ঘর ও জমি প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভা ও রাধানগরে ২৭ টি, মহামায়ায় ২৩ টি, শুভপুরে ১২ টি,
ঘোপাল ১৪ টি পাঠানগড়ে ২০ টি । এর আগে মহামায়ার গুচ্ছগ্রামে ১৬ টি ঘর হস্তান্তর করা হয়।