ছাগলনাইয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারি কমিশনার ( এসিল্যান্ড) হোমায়রা ইসলাম ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।