ফেনী প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটির নির্বাচন শনিবার (০৯ জানুয়ারি) শহরের একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. পার্থ পাল চৌধুরী। কমিশনের সদস্য ছিলেন, এপিপি এডভোকেট সৈয়দ আবুল হোসেন ও শহরের জি এ একাডেমীর প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী।
ক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে জসিম মাহমুদ (দৈনিক স্টার লাইন) ও সাধারণ সম্পাদক পদে এন এন জীবন (স্বদেশ পত্র) আগামী ১বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি শেহাব উদ্দিন লিটন (আমার সংবাদ, দি নিউ নেশন), সৈয়দ মনির আহম্মদ (ভোরের কাগজ, ফেনীর ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাবিব উল্যাহ সুমন (এশিয়ান টিভি), এবিএম নিজাম উদ্দিন (ডেইলি ট্রাইব্যুনাল, আজকের প্রতিক্রিয়া), কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন (দৈনিক প্রতিদিনের সংবাদ, দি এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক এম শরীফ ভূঞা (ইউ টিভি, দৈনিক ঢাকা টাইমস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সফি উল্যাহ রিপন (ইউএনবি, দেশ রূপান্তর), প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা), প্রকাশনা সম্পাদক ফিরোজ আলম (দৈনিক সুপ্রভাত, ফেনী, ফেনী চিত্র), ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক (দৈনিক সকালের সময়), মহিলা সম্পাদক সাহিদা সাম্য লীনা (দৈনিক বাংলাদেশের খবর, আঁচল), তথ্য প্রযুক্তি সম্পাদক মো। মিজানুর রহমান (দৈনিক খবর পত্র), ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ (চ্যানেল এস), স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক তোফায়েল ইসলাম মিলন (দি প্রেজেন্ট টাইমস)।
কার্য্য নির্বাহী সদস্য, শাহজালাল রতন (দৈনিক সমকাল), এস এম ইউসুফ আলী (দৈনিক অধিকার, নিউজ টুডে), মোহাম্মদ জাহাঙ্গীর জনস (সাপ্তাহিক নবীন বাংলা),জাহাঙ্গীর কবির লিটন (পাক্ষিক ছাগলনাইয়া), এম এ কাফি দিদার (বিজয় টিভি, প্রথম বাণী), কাজী নজির আহম্মদ (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা), একেএম হাসান মাহমুদ (দৈনিক আজকালের খবর, যায়যায় দিন)।