সোনাগাজী আল হেলাল একাডেমীতে বৃহস্পতিবার (৭জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামছুল হকের সভিপতিত্বে ও সিনিয়র শিক্ষক সেলিম আল দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ইমাম উদ্দিন
ভূঞা, শেখ মামুন, মো.ইয়াছিন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, সহকারি প্রধান শিক্ষক মো. আবদুল হক ও আল হেলাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঞা।
আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইঞ্জিনিয়ার ফখর উদ্দিন, মোহাম্মদ হানিফ ও সাংবাদিক শেখ আবদুল হান্নান প্রমূখ।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে একাডেমিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়।