মিরসরাইয়ে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও বারইয়ারহাট কলেজের আয়োজনে শনিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোর্ট এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন ভূঁইয়া টিটুর সভাপতিত্বে এবং বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান ও মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য ইনজামামুল হক ইমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর ও গাজী নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরহাদ হোসেন তুহিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল ফয়সাল, ওসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মীর মোহাম্মদ তুহিন, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল ইসলাম, হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা শান্তনু বড়–য়া, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাসেল, ফখরুল ইসলাম, নাজিম উদ্দিন, নিজামপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল জুবায়ের, নুর হোসেন বাদশা, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ রিপন, রিয়াদ হাসান ইমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ছাত্র রাজনীতিতে অসামান্য ভূমিকা রেখে যাচ্ছে ছাত্রদল। প্রতিষ্ঠালগ্ন থেকে নানামুখী সমাজকল্যাণ কাজের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও অবদান রাখছে ছাত্রদল। ছাত্রদলের তারুণ্যনির্ভর রাজনীতির উত্তরোত্তর সফলতা কামনা করছি।