ছাগলনাইয়ায় ১৪ শিক্ষার্থীকে এসেস্টিভ ডিভাইস প্রদান করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিভাইস প্রদান অনুষ্ঠানে ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, উপজেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা অাবদুল হাই, শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় এর ১০ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার, ৩ জন শিক্ষার্থীকে হিয়ারিং এইড ও ১ জনকে চশমা প্রদান করা হয়।