ছাগলনাইয়ার কুহুমা শান্তির বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে শান্তির বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাগলনাইয়া শাখার প্রধান মোহাম্মদ নঈম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আবু ভুঁঞা, ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, উত্তর কহুমা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মনির, এজেন্ট ব্যাংকের স্বত্ত্বাধিকারী দীন মোহাম্মাদ মজুমদার, ব্যবসায়ি আহমেদ কবির জাহাঙ্গীর প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র অফিসার শহীদুল ইসলাম। দোয়া মুনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মোঃ আজিজ উল্যাহ।