শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ইং         ০৮:৩০ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    দাগনভূঞা কামু পাটোয়ারী বাড়ির বাৎসরিক মিলনমেলা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর ঐতিহ্যবাহী কামু পাটোয়ারী বাড়ির বাৎসরিক মিলনমেলা শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। পরিবারের বয়োজ্যেষ্ঠ ছায়েদল হক পাটোয়ারীর সভাপতিত্বে ও নাছির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আবদুর রহিম পাটোয়ারী, কামাল উদ্দিন পাটোয়ারী, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, অনুষ্ঠান পরিচালনা


    কমিটির আহবায়ক মহিন করিম, যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক আনু, সাখাওয়াত হোসেন পাভেল, জাহেদুর রহমান বাবু, দাগনভূঞা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম এম রহমান সোহেল, দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, নাজিম উদ্দিন পাটোয়ারী, এডভোকেট সুমন, আরিফা খানম হেনা, শাহরিয়ার আহমেদ প্রমুখ।


    আলোচনা সভা, স্মৃতিচারণ ও মতবিনিময়, চিত্রাংকন প্রতিযোগিতা, ক্বেরাত প্রতিযোগিতা, অংক দৌড়, চকলেট দৌড়, চেয়ার খেলা, ফিলোপাসিং বালিশ, বল নিক্ষেপ, বল স্ট্যাম্পিং সহ নানা আনন্দদায়ক খেলায় উপস্থিত সুধী অংশগ্রহণ করেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। বাৎসরিক এ মিলনমেলায় প্রায় শতাধিক পরিবার অংশগ্রহণ করে আত্মীয়তার বন্ধন দৃঢ় করে প্রত্যয় ব্যক্ত করেন।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.