মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকা থেকে ৩৮০ পিস ইয়াবাসহ ফয়সাল (৩৬) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত ফজল করিমের ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিরসরাই থানার ইন্সপেক্টর (অপারেশন) দিনেশ চন্দ্র দাস গুপ্তের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদিফকিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মিরসরাই থানার ইন্সপেক্টর (অপারেশন) দিনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, সন্দেহজনক গতিবিধি দেখে তল্লাশি করলে ফয়সালের কাছে থাকা কমলালেবুর ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ইয়াবা কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।