শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ইং         ১১:০১ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে ৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    প্রশাসন যতই কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরাও ভিন্ন কৌশল ও প্রন্থা অবলম্বন করছে। কখনো পেটে করে, গ্যাস সিলিন্ডার বোতলে, মোটরসাইকেলের তেলের টাংকিতে, জুতার ভিতরে, পায়ুপথে, গাড়ির চেসিসে চম্বুক লাগিয়ে, সিটের নিচে, কাঁঠাল বা ফলের ভিতরে, চালের বস্তায়, বিস্কুটের টিনে, মেকাপ বক্সে, মাছের পেটে করে, ঔষুধের প্যাকেটে, কুরিয়ারের পার্সেলে, এ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের ঘটনা কম নয়। তেমনই ঘটনা ঘটেছে মিরসরাইয়ে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মিরসরাইয়ের হাদী ফকিরহাটে চানাচুরের প্যাকেটে করে পাচারকালে ৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক


    কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। আটককৃত নারীর নাম শারমিন আক্তার (৩২)। সে কক্সবাজার জেলার চকরিয়া এলাকার এ.কে খাঁনের স্ত্রী।

    মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব পোদ্দারের নেতৃত্বে বিশেষ অভিযানে হাদি ফকিরহাট থেকে শারমিনের ভ্যানিটিব্যাগের ভেতরে থাকা চানাচুরের প্যাকেটে থাকা ৭০৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত নারী আসামীর বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকের মামলা রুজু করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.