শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ইং         ১০:৩৮ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে নিখোঁজের ২৯ ঘন্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাইয়ে নদীতে নিখোঁজের ২৯ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া যুবকের নাম ইশবাল হোসেন রনি (২০)। সে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মিরসরাই ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থল থেকে রনির লাশ উদ্ধার করে। গত সোমবার সকাল দশটার দিকে হিঙ্গুলী খালের মোহনায় ফেনী নদীতে বালু বহনকারী ট্রলার থেকে সিটকে পড়ে নিখোঁজ হয় রনি।


    উদ্ধার হওয়া রনির সহকর্মী ও ট্রলারের মিস্ত্রি কামরুল ইসলাম বলেন, সোমবার সকাল দশটার দিকে আমি ট্রলারের ইঞ্জিন রুমে ছিলাম এবং রনি কাপড় কাঁচতেছিল হঠাৎ একটা চিৎকার শুনতে পাই। ঐসময় আমার পার্শ্ববর্তী ট্রলারের একজন আমাকে বলে তোমার ট্রলারের একটা লোক নদীতে পড়ে গেছে। এরপর থেকে যেখানে পড়েছে সেখানে এবং আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পওে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে আধঘন্টা চেষ্টারপর নিখোঁজ রনির লাশ উদ্ধার করতে সক্ষম হয়।


    মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ তানভীর আহমেদ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেনী নদী ও হিঙ্গুলী খালের মোহনায় ইকবাল হোসেন রনি নামের একজন ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ায় খবর পাই, রাতে উদ্ধার কাজ করা কষ্টসাধ্য হওয়ায় আমরা চট্টগ্রামের ডুবুরি দলকে খবর দিই। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় আধঘন্টার মধ্যে রনির লাশ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর ইউপি সদস্য দীল মোহাম্মদের কাছে লাশ হস্তান্তর করে হয়েছে।


    হিঙ্গুলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীল মোহাম্মদ বলেন, সোমবার সকালে ট্রলার শ্রমিক রনি নিখোঁজের পর থেকে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি এবং মঙ্গলবার বিকাল তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করতে সক্ষম হয়। আমার তত্বাবধানে নিহতের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দিই।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.