রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ইং         ১০:২৯ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে ডাকাত দলের ৩ সদস্য আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনীতে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে  গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৩নভেম্বর) বিকালে শহরের ইদ্রিস ভূঁঞা সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন জেলার দাগনভুঁইয়া উপজেলার কেরোনিয়া গ্রামের  মির্দ্দা বাড়ীর আব্দুল কুদ্দুসের পুত্র খাজা আহাম্মদ খাজা (৩১), চানপুরা গ্রামের হুদা মাষ্টারের বাড়ীর মৃত নুরুল আমিন প্রকাশ নুনা মিয়ার পুত্র আশরাফুল ইসলাম(৩১) ও 


    নয়নপুর গ্রামের লমী পাটোয়ারী বাড়ীর হাবিবুল্লা হাবুর পুত্র শহীদুর রহমান প্রকাশ শহীদ।

    জেলা গোয়েন্দা পুলিশের ওসি এ এন এম নুরুজ্জামান ১টি ছোরা, ২টি রামদা ও ২টি লোহার রডসহ তিন ডাকাতকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.