শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ইং         ১০:৩৮ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    স্থানীয় প্রশাসনের সাথে মিরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের মতবিনিময়


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    করোনার সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলার কর্মপরিকল্পনা নিয়ে মিরসরাই উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশন। এসময় মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর

    রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ, মিরসরাই থানার ওসি মজিবুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুনের সাথে মতবিনিময় করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ নভেম্বর) মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মিরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা ডা. এসএ ফারুক, সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম জোসেফ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কার্যকরী সদস্য ফরিদ উদ্দিন খোন্দকার।

    মিরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান, করোনায় সচেতনতায় এসোসিয়েশনের পক্ষ থেকে আজ ৫ শত সার্জিক্যাল মাস্ক উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া শীঘ্রই পুরো মিরসরাইয়ে ১০ হাজার মাস্ক বিতরণের কর্মসূচি এবং মাইকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিপূর্বে করোনার শুরুর দিকে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কাছে এসোসিয়েশনের পক্ষ থেকে মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয় এসোসিয়েশনের পক্ষ থেকে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.