বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং         ০৪:০০ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    পশ্চিম উকিল পাড়া পঞ্চায়েত কমিটিতে মোজাম্মেল সভাপতি, সাইফু সম্পাদক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডে অবস্থিত পশ্চিম উকিল পাড়া সামাজিক পঞ্চায়েত কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার বিকালে দাউদপুর রুপালি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমির হোসেন চৌধুরী মোজাম্মেলকে সভাপতি, কাউন্সিলর সাইফুর রহমান সাইফুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাইফু, ফেনী মডেল থানার ওসি তদন্ত ওমর হায়দার, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, পঞ্চায়েত কমিটির ডি ব্লকের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন রাজন। যাকাত কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আমির হোসেন চৌধুরী মোজাম্মেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।


    পৌর মেয়র হাজী আলাউদ্দিন বলেন, এ ওর্য়াডে কয়েকটি স্থানে মাদকের কারবার চলছে। এ পঞ্চায়েত কমিটি ও সকল বসবাসকারীকে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন রোধে সমাজে অবক্ষয় রোধে সামাজিক ভাবে কাজ করতে হবে। সমাজের যুবকদের দিয়ে একটি কমিটি করতে হবে। তিনি বলেন, পাটোয়ারী বাড়ির মাদক নিয়ে অনেক ঘটনা ঘটেছে। ১৮ নং ওয়ার্ডের কয়েকটি স্থানে মাদকের আখড়ায় পরিনত হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের আখড়া বন্ধ করতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

    উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম বলেন, আজকে পঞ্চায়েত কমিটি এ সম্মেলন থেকে আমাদের অঙ্গিকার করতে হবে, মাদক সেবনকারী ও বিক্রেতাকে ধরে ধরে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিব। আমাদের সকলকে মনে রাখতে হবে আপনাদের ছেলেরা কার সাথে চলাফেরা করছে, কখন বাসায় ফিরছে এদিকে খেয়াল রাখতে হবে।

    সম্মেলনে নির্বাচিত সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল ও সাধারন সম্পাদক সাইফুর রহমান সাইফু দ্রুত সময়ে পুনাঙ্গ কমিটি গঠন করবেন।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.