মিরসরাই উপজেলার কাটাছড়ায় সর্পদংশনে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই স্কুল ছাত্রীর নাম জেরিন সুলতানা (১০)। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের মধ্যম কাটাছড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জেরিন মোহাম্মদ হাশেমের কন্যা এবং ওয়াহিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের ফুফাত ভাই হাফেজ বেলাল উদ্দিন জানান, দুপুর ১২ টার দিকে রান্নার জন্য আলু নিতে বক্সে হাত দিলে বিষাক্ত সাপ জেরিনকে ছোবল মারে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সাপের ভ্যাকসিন নেই বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কাটাছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দীন পলাশ বলেন, আমার ওয়ার্ডের হাশেমের কন্যা স্কুল ছাত্রী জেরিনকে ঘরের মধ্যে বিষধর সাপ দংশন করে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।