ছাগলনাইয়াায় ৪৮ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল হুইস্কি সহ মাদক বিক্রেতা মোঃ রহিম উদ্দিন রাজু ( ৩৪) কে আটক করেছে র্যাব - ৭। শুক্রবার ২৪ অক্টোবর দিনগত রাত ৪ টার দিকে ছাগলনাইয়া বাজার থেকে মাদক ব্যবসায়ি রাজুকে আটক করা হয়।
রাজু উপজেলার পূর্ব দেবপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের পুত্র। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ছাগলনাইয়াা থানায় এজাহার দায়ের করেছে।