বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ইং         ০৪:০০ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ফেন্সিডিল ও হুইস্কিসহ মাদক বিক্রেতা রাজুকে আটক করেছে র‌্যাব


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়াায় ৪৮ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল হুইস্কি সহ মাদক বিক্রেতা মোঃ রহিম উদ্দিন রাজু ( ৩৪) কে আটক করেছে র‌্যাব - ৭। শুক্রবার ২৪ অক্টোবর দিনগত রাত ৪ টার দিকে ছাগলনাইয়া বাজার থেকে মাদক ব্যবসায়ি রাজুকে আটক করা হয়।


    রাজু উপজেলার পূর্ব দেবপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের পুত্র।  এ ব্যাপারে  র‌্যাব বাদী হয়ে ছাগলনাইয়াা থানায় এজাহার দায়ের করেছে।




    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.