রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ইং         ১০:৪৭ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে বঙ্গবন্ধু মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    অত্যন্ত ঝাকঝমকভাবে হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে বঙ্গবন্ধু মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৬ টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে রহমতপুর একতা ক্রীড়া সংঘ ২-০ গোলে গোলকেরহাট ফেন্ডস সার্কেলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে আনন্দঘন পরিবেশে হিঙ্গুলী মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন হারুন। হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শাহরিয়ার চৌধুরী সোহেলের


    সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরু উদ্দীন ভূইঁয়ার সার্বিক তত্বাবধানে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান কামরুল। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগ্রত প্রতিভার সভাপতি শফিউল আজম মিলন, আওয়ামীলীগ নেতা অসীম রায় রিগান, মোশাররফ হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম আকাশ, বারইয়ারহাট কলেজ ছাত্রলীগ সভাপতি ইমাম

    হোসেন সাঈদ, মোহাম্মদ ওপেল, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক আল শাহরিয়ার হাসান প্রমুখ।


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.